নীলফামারিতে ৮০ লাখ টাকা ব্যয়ে বস্তিবাসীদের ব্যবহারের জন্য ৭৮টি স্যানিটারি ল্যাট্রিন তৈরি করেছে নীলফামারী পৌরসভা। বুধবার দুপুরে এসব ল্যাট্রিন ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। শহরের হঠাৎপাড়া এলাকায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এ সময় কাউন্সিলর কলিম উদ্দিন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নুর জাহান বেগম, নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, ইসলাম ব্রার্দাসের স্বত্বাধিকারী মিজানুর রহমান ও জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্র জানায়, নির্মিত ল্যাট্রিনগুলোর মধ্যে সরকার পাড়ায় ১৮টি, বাজার মুরগীহাটিতে ১৫টি, মাছুয়াপাড়ায় ১০টি, হঠাৎপাড়ায় ১৬টি এবং ভেড়ভেড়িতে ১৯টি রয়েছে। রাস্তা, ড্রেন এবং ল্যাট্রিন নির্মাণ প্যাকেজে এসব তৈরি করা হয়। এতে ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/আল আমীন