বগুড়ার গাবতলীতে নিখোঁজের ৫ ঘন্টা পর নদী থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। নিহতরা হলো কাগইল ইউনিয়নের শাহাপুর উত্তরপাড়া গ্রামের ফুল মিয়ার পুত্র সৌরভ আলী (৬) ও একই পাড়ার সোহেল ইসলামের পুত্র কাউছার আহম্মেদ (৮)।
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ইছামতি শাখা নদীর ঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা পানিতে ডুবে মারা গেছে বলে থানা পুলিশ জানিয়েছে।
বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, ইছামতি নদীর শাখায় স্থানীয়রা গোসল করে থাকে। ওই দুই শিশু ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। তাদেরকে ওখানে গোসল করতে স্থানীয় লোকজন দেখেছে। পরে ওই নদীতেই তাদের ভাসমান লাশ পাওয়া যায়। পরে শিশু দুটির লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন