বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জাতীয় কমিটির যুগ্ম মাহসচিব অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম আর নেই।
বুধবার ভোররাত ৩টায় শহরের চরনোয়াবাদ আলীয়া মাদ্রাসা সড়কের নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪০ বছর। স্ত্রী, ২ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় পূর্ব ইলিমাশ ইউনিয়নের গ্রামের বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে তিনি ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন