৩০ জুন, ২০২০ ১৩:৩০

শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি:

শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকভুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বার কাউন্সিল প্রিলি (এমসিকিউ) উত্তীর্ণ আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বার কাইন্সিল প্রিলি. (এমসিকিউ) উত্তীর্ণ আইন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ বাগেরহাটের প্রধান সমন্বয়ক এ কে মাহমুদ, রিটন সরকার প্রমুখ।

সারাদেশে শত-শত শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলেও বিগত ৩ বছর ধরে বাংলাদেশ বার কাইন্সিল এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত বন্ধ থাকার পর এ বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ মাসের মধ্যে লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও আজও তা নেয়া হয়নি। এ অবস্থায় এমসিকিউ উত্তীর্ণদের এ্যাডভোকেট তালিকাভুক্তির দাবি জানানো হয়।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর