নাটোরে করোনাভাইরাস থেকে মুক্তি পেতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ট্রফিক মোড় থেকে হাফরাস্তা পর্যন্ত পথচারী, দোকারদার ও ক্রেতা, আটো রিক্সা চালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ঘুরে ঘুরে এক হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট তুলে দেন নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন সদর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রনেতা গোলাম রাব্বানী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন