হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতী বিভাগের পাশেই ড্রেন থেকে উদ্ধার হওয়া সেই নবজাতককে অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না। দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে ঐ শিশু। আজ রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা ডা. মুনীর আহমেদ।
উদ্ধার শিশুটির বিষয়ে বাংলাদেশ প্রতিদিন অনলাইন ভার্সনে ''কুকুরের চিৎকারে বাঁচল নবজাতকের প্রাণ!'' শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। শিশুটির মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ শোক প্রকাশ করেছেন।
উলেখ্য, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশে ওই নবজাতককে কুকুর ঘিরে রেখেছিল। এ অবস্থায় কুকুরের চিৎকারে নৈশপ্রহরী নবজাতকটিকে দেখতে পান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করলে তাৎক্ষণিক শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি সরকার উদ্ধার করেন। উদ্ধারের সময় শিশুটির শরীরে কাদামাটি ও কুকুরের কামড়ের ক্ষত চিহ্ন ছিল।
বিডি প্রতিদিন/হিমেল