নোয়াখালীতে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে সুধারাম থানা পুলিশ। এসময় চোর চক্র থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা শহর মাইজদী টাউন হলের মোড থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
জানা যায়, জেলা শহর মাইজদীতে টাউন হলের মোড, বড়মসজিদ মোড়সহ বিভিন্ন স্থান থেকে গত ৪ বছরে প্রায় ৩ শতাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও নানা রকম চেষ্টা করে কেউ চোর চক্রকে ধরতে পারেনি।
সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ নবীর হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার করতে চেষ্টা চালিয়ে আসছি। বিভিন্ন সময়ে চুরি হওয়া মোটরসাইলের তথ্য উপাত্ত সংগ্রহ করে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। এ সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        