১৪ জুলাই, ২০২০ ২১:১৫

নাটোরে বন্যার আশঙ্কায় পূর্বপ্রস্তুতি

নাটোর প্রতিনিধি:

নাটোরে বন্যার আশঙ্কায় পূর্বপ্রস্তুতি

নাটোর জেলার সবচেয়ে নিম্ন অঞ্চল সিংড়া উপজেল দিয়ে অতিবাহিত গুরনই নদীর পানি প্রতি বছরের মতো এবারেও বৃদ্ধি পেয়েছে। ফলে বন্যা হওয়ার আশঙ্কায় নাটোর জেলা প্রশাসন সিংড়া উপজেলার ডহিয়া, চামারি ও ইটালি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। 

আজ বিকেলে তিনি চলন বিলের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চামারী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল ইসলাম মৃধা।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, সিংড়া উপজেলার গুরনই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যদি বন্যা হয় সেই আশঙ্কায় আমরা উপজেলার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছি। বর্তমানে সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। তারপরও আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করছি। যাতে করে জনগণের ক্ষয়ক্ষতি কম হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর