নোয়াখালীর সুধারামের আন্ডারচর ইউপি মেম্বার হোরন হত্যা মামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোল্লাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ২৬ জুন শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে হোরন মেম্বারকে ছুরি দিয়ে আঘাত করে ও পরে গুলি করে হত্যা করে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হয়েছে।
সুধারাম ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার