জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার কাহালু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১০০ বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা বন কর্মকর্তা সামছুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ধীমান ভূষন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাছুদ রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহীম আলী, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত