১৬ জুলাই, ২০২০ ১৫:৫০

নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

করোনা পরিস্থিতিতে বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে এবং আইনজীবীদের জীবন-জীবিকা সচল করতে ভার্চুয়াল আদালত পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবিতে কুড়িগ্রাম জেলার আইনজীবীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সাধারণ আইনজীবীর ব্যানারে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনের সামনে জজ কোর্ট-ডিসি অফিস সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে আইনজীবীরা জজ কোর্ট আদালত চত্বর থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.ফখরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন, এড.সোলায়মান আলী, এড. মোখলেছুর রহমান ও এড.প্রদীপ কুমার রায় প্রমুখ। বক্তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক ও নিয়মিত কোর্ট চালুর দাবি জানান।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর