সাভারে বলিয়ার পুর এলাকার গরুর 'লাম্পি স্কিন ডিজিজ' বা এলএসডি নামে এক ধরনের ভাইরাসের ব্যাপক সংক্রমণ দেখা দিয়েছে। এতে মারাও যাচ্ছে গরু। কৃষকদের অভিযোগ, সহায়তার জন্য পাশে নেই প্রাণিসম্পদ বিভাগ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন খামারিরা।
তবে মাঠ পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, এ রোগের প্রতিষেধক ও সঠিক কোনো ওষুধ না থাকায় তারাও পড়েছেন বিপাকে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাধি দ্রুত প্রতিরোধ করা না হলে বিপর্যয়ে পড়তে পারে প্রাণিসম্পদ খাত।
রোগে আক্রান্ত গরু-বাছুর হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় এবং কাঁপতে শুরু করে। দেহে গুটি গুটি হয়ে ফুলে যায়। সৃষ্টি হয় ক্ষতের।
দিশেহারা কৃষকদের অভিযোগ, এসময় পাশে নেই প্রাণিসম্পদ বিভাগ।
সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলে রাব্বী মন্ডল বলেন, এটার কোনো চিকিৎসা নেই।
এদিকে, সহকারী ভ্যাটেরিনারি অফিসার ডা. শহিদুল্লা কাউসার বলেন, মহাসড়কে গরু মরে পড়ে আছে। এই গরুগুলো এবার ঈদে কোরবানি হাটে উঠানো হয়েছিল। খাবারে সাথে বিষাক্ত ওষুধ খাওয়ানো হয়েছে তাই গরুগুলো মরে গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা