বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পক্ষ থেকে নাটোরের সিংড়ায় ৩শ বন্যার্ত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। বিডিএফের উদ্যোগে একযোগে সারাদেশে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে এ মাংস বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আজ রবিবার দুপুরে সিংড়া পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলমাস শাফি প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন