৪ আগস্ট, ২০২০ ০২:৪১

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মন্ডলপাড়া গ্রামে আবাদি জমির সীমানা নিয়ে সংঘর্ষে পানিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।।

স্থানীয়রা বাংলাদেশ প্রতিদিনকে জানান, সোমবার দুপুরে পানিয়া নিজ আবাদি জমিতে ধানের চারা রোপণ করতে গেলে পাশ্ববর্তী জমিতে ফাকাশু ও তার স্ত্রী সিদ্ধিরাণী ধানের চারা রোপন করেন। ধানের চারা রোপন করার এক পর্যায়ে জমির সীমানা বাড়ানো হয়েছে বলে দুই পক্ষের মধ্য তর্কবিতর্ক শুরু হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে ফাকাশু (৫৫) ও তার স্ত্রী সিদ্ধিরাণী (৫০) কড়া (বেহিয়া) দিয়ে পানিয়া (৬০) কে মারপিট করলে এক পর্যায়ে পানিয়া মাটিতে পড়ে যায়। পরে তার ছেলে সঞ্জয় ঘটনা স্থলে পৌছে তার বাবাকে মৃত দেখেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জির কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি শুনেছি জমির সীমানা নিয়ে সংঘর্ষে ১ জন মারা গেছে। ফাকাশু বেহিয়া দিয়ে মারপিট করলে ওখানে পানিয়া মৃত্যু বরণ করে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর