কুমিল্লায় নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭২৭ জনের। জেলায় নতুন ৬৬ জনসহ মোট সুস্থ হয়েছেন চার হাজার ২৮১ জন।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার শনাক্তদের মধ্যে কুমিল্লা নগরীর ৩৩ জন, মনোহরগঞ্জের পাঁচজন, বুড়িচং ও চান্দিনায় দুইজন করে, ব্রাক্ষণপাড়া, আদর্শ সদর, দেবিদ্বার, নাঙ্গলকোট, লাকসাম ও চৌদ্দগ্রামে একজন করে রয়েছেন।
এ দিন কুমিল্লা নগরীতে ৩০ জন, আদর্শ সদরে ৩৩ ও মনোহরগঞ্জে তিনজনসহ ৬৬ জন সুস্থ হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন। এখন পর্যন্ত জেলায় ২৭ হাজার ৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৫ হাজার ৯২৪ জনের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ