নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাওয়ার সময় লরি উল্টে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে সেখানে আগার বালু ঘাটে (১ নং ঘাটে) এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম দ্বীন ইসলাম (৩৫)। তিনি পৌর শহরের বালিকান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে যাওয়ার সময় ডাইভারশনে (বিকল্প পথ) আরেকটি লরির পেছনের চাকা আটকে যায়।
তখন চালক দ্বীন ইসলাম গাড়িটিকে তুলে দিতে নিজেই ওই লরির চালকের আসনে বসেন। কিন্তু গাড়িতে অতিরিক্ত বালু বোঝাই থাকায় উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ