বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহম্মদ নুর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আলোচনায় অংশগ্রহণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুন্নী, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. রশিদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, সাংবাদিক মোঃ হাসানুর রহমান ঝন্টু, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহমুদা আক্তার।
আলোচনা সভা শেষে মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসক দুঃস্থ মহিলাদের আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে পরিবারকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষে ৬ টি উপজেলায় ৩৬টি সেলাই মেশিন হস্তান্তর করাসহ মোবাইল ব্যাংকিংয়ের ২০ জন অস্বচ্ছলকে ২৫ শত টাকা করে সাহায্য দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল