ঠাকুরগাঁওয়ের হরিপুরে শ্বশুর বাড়ী বেড়াতে এসে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু হয়েছে।
হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জামাই আনোয়ার হোসেন (৩৫) হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে আনোয়ার হোসেন শ্বশুর বাড়ী বেড়াতে আসে। এরপর জাল নিয়ে কুলিক নদীতে মাছ ধরতে যায়। এ সময় নদীর পানিতে ডুবে আনোয়ার মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ নদী থেকে উদ্ধার করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নদীতে ডুবে একজন মারা গেছে বিষয়টি আমি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন