১৩ আগস্ট, ২০২০ ১৭:০৪

কুয়াকাটা সমুদ্র সৈকত নিরাপদ রাখতে মাস্ক বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্র সৈকত নিরাপদ রাখতে মাস্ক বিতরণ

পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখতে সচেতনতামূলক পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে ট্যুর অপারেটরর্স অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এ কার্যক্রমের আয়োজন করে। 

কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সৈকতে বিভিন্ন এলাকায় দুই শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এসময় টোয়াক-এর ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হাসান রানা, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু, ডিরেক্টর অরগানাইজ আবুল হোসেন রাজুসহ টোয়াকের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
টোয়াক সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু বলেন, সাগর কন্যা কুয়াকাটা অনেকটা নিরাপদ আছে। এই স্থানকে আরও নিরাপদ রাখতে আমরা এই উদ্যোগ নিয়েছি। 

সারা দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় সরকার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করলেও বেশির ভাগ পর্যটক তা মানছেন না। তাই আগত পর্যটকসহ পর্যটন নির্ভরশীল ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পরামর্শসহ মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও টোয়াক সদস্যবৃন্দ সকল সামাজিক কার্যক্রমে পাশে থাকবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর