১৫ আগস্ট, ২০২০ ২১:২৭

'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না'

বাগেরহাট প্রতিনিধি :

'বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না'

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে নিবেদিত থেকে সকল প্রকার অত্যাচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এবং আমরা স্বাধীন দেশ, মানচিত্র ও লাল-সজুবের পতাকা পেতাম না। 

বাগেরহাটে জাতীয় শোক দিবসে আজ দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগ আয়োজিত  শোকসভায়  প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য শিব প্রশাসদ ঘোষ, জেলা আওয়ামী লীগ নেতা ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর