চাঁপাইনবাবগঞ্জের ৪৫টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে সুধি সমাবেশের আয়োজন করা হয়। পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহসিন আলী, বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই আমির সোহেল প্রমুখ। অনুষ্ঠানে জেলার ৪৫টি ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার