নীলফামারীতে বজ্রপাতে জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমুরিয়া মাঝাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জিল্লুর একই এলাকার মোফাক্খারুল ইসলামের ছেলে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানান, ঘটনার সময় নিজ ধান ক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন তিনি।
এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে তার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই