নেত্রকোনায় সচেতনতার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লাহ। এসময় মহড়া প্রশিক্ষণ দেন নেত্রকোনা স্টেশনের সিনিয়র অফিসার খানে আলম খান, স্টেশন অফিসার আশেক আল মারুফসহ ২৪ জন ফায়ার কর্মী।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মামুন, জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল মো. ছায়দুল্লাসহ আরও অনেকে।
গত ৮ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন সরকারি অফিসে সচেতনতামূলক মহড়া শুরু হয়। এটি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/এমআই