জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হলে দেশ উন্নত দেশের কাতারে দ্রুত পৌঁছে যাবে।
মঙ্গলবার প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের (বাংলা স্কুল) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরে হুইপ বলেন, ভাইরাসের কারণে উন্নয়নের পাশাপাশি লেখাপড়া বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে আরও তরান্বিত করতে অনলাইন ও টিভিতে পড়ালেখার কার্যক্রম চালিয়ে আসছে।
শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সতর্ক থেকে গুরুত্বের সাথে সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে সজাগ থাকার জন্যও আহ্বান জানান তিনি।
ইকবালুর রহিম বলেন, করোনা ভাইরাসের কারণে যেন কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, এর দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। প্রধানমন্ত্রী আসন্ন শীতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তবে সরকারের উন্নয়ন কার্যক্রম বন্ধ থাকবে না। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ সকল উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি জনগণকেও গুরুত্বের সাথে কাজ করতে হবে।
দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুলের একাডেমিক ভবনের উদ্বোধনের পর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর উপজেলার উত্তর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য মো. ফয়সল হাবিব সুমন, সাবেক বাংলা স্কুল ছাত্র ফাউন্ডেশনের সভাপতি মেহেরুল্লাহ বাদল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই