পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে নাব্যতা ও ফেরি সংকটের কারণে যানবাহন পারাপারে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে, পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে জেগে উঠেছে ডুবোচর। ফলে বাধ্য হয়ে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম জানান, শিমুলীয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের প্রতিদিন চার-পাঁচ শতাধিক বাড়তি ট্রাক এ রুটে আসছে। পাশপাশি নদীতে নাব্যতা সংকটের সাথে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। ১৯টি ফেরির মধ্যে ছোট-বড় ১৫টি চলাচল করছে। বাকি চারটি ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আবার ১৫টির মধ্যে কেরামত আলী, বনলতা ও কুমারী নামের তিনটি ফেরি সাময়িক মেরামতে রয়েছে। এ কারণে পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে সাত শতাধিক যানবাহন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন