২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪১

বগুড়ায় ইউপির চেয়ারম্যান পদে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ইউপির চেয়ারম্যান পদে নির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দায়িল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ, স্বতন্ত্র প্রার্থী লিটন আহমেদ, তরিকুল ইসলাম, সাজ্জাদুল হোসেন ও শহিদুল ইসলাম।

দুপুর ২টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারেজ উদ্দিন আকন্দের সঙ্গে মনোনয়নপত্র দাখিল করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহ-সভাপতি দুলাল তালুকদার, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ্, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ তারেক হেলাল সহ দলীয় নেতৃবৃন্দ। 

ধুনট উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৩ এপ্রিল কালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফটিক নির্বাচিত হন। বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক মৃত্যুবরণ করেন। একারণে গত ১৬ ফেব্রুয়ারি চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ অক্টোবর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী জানান, এ নির্বাচনে অংশ নিতে ৭ জন ব্যক্তি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। বুধবার শেষ সময় বিকেল ৫টা পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
 
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত জানান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। 
 
বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর