২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৩

মেহেরপুরে ‘আল্লাহর দল’র সদস্য গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ‘আল্লাহর দল’র সদস্য গ্রেফতার

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তির নাম মো. তারিক হোসেন (৩৪)। তিনি বসন্তপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. তারিক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার তারিক হোসেন জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’-এর একজন সক্রিয় সদস্য। 

চুয়াডাঙ্গা সদর থানায় গত ২৯/১১/১৯ তারিখে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত/১৩) এর ৮/৯ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৫৯। সেই মামলায় জব্দকৃত ‘আল্লাহর দল’-এর সদস্য তালিকায় তার নাম ছিল। তিনি আল্লাহর দলের মেহেরপুর সদর থানার ‘সহ থানা নির্বাহী’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গ্রেফতারের পর তাকে চুয়াডাঙ্গা কোর্টে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর