২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:০২

বাংলাদেশ প্রতিদিনের খবরে ভাতা পেলেন ভিক্ষুক ফাতেমা

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ প্রতিদিনের খবরে ভাতা পেলেন ভিক্ষুক ফাতেমা

বাগেরহাটের মোরেলগঞ্জের ভিক্ষুক ফাতেমা বেগম অবশেষে বিধবা ভাতার কার্ড পেয়েছেন। আজ সোমবার বেলা ১টার দিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভাতার বই তুলে দেন তার হাতে। গুয়াবাড়িয়া গ্রামের ৭৮ বছরের বৃদ্ধা বিধবা ফাতেমা বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন।

এ সম্পর্কে গত রবিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ‘৭৮ বছর বয়সেও ভিক্ষা করেন ফাতেমা বেগম, মেলেনি সামাজিক নিরাপত্তার কার্ড’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের দৃষ্টিগোচর হলে তিনি তৎক্ষনাত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

এ বিষয়ে সমাজসেবা কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে দ্রুততম সময়ের মধ্যে ফাতেমা বেগমের ভাতার বই প্রস্তুত করে আজ তার হাতে তুলে দেওয়া হয়েছে। ফাতেমা বেগম ২০১৯ সালের জুলাই মাস থেকে বিধবা ভাতার টাকা পাবেন।

সমাজসেবা অফিসে বই হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ফাতেমা বেগম। পরে অগ্রনী ব্যাংক থেকে টাকাও তুলে নেন। ইউনিয়ন চেয়ারম্যান মো. আকরামুজ্জামান এ সময় তার সাথে ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর