২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২৪

কুড়িগ্রামের সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

যথাযোগ্য মর্যাদায় দেশ বরেণ্য লেখক ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

কুড়িগ্রামে প্রবল ঝড় বৃষ্টিতে সব্যসাচী লেখক ও কুড়িগ্রামের কৃতি সন্তান সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। 

এ  উপলক্ষে রবিবার সকাল দশটায় বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কুড়িগ্রাম সরকারি কলেজ কর্তৃপক্ষ সরকারি কলেজ মাঠের পাশে অবস্থিত সৈয়দ হকের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে। 

এছাড়াও কুড়িগ্রাম প্রেসক্লাব, আইন মহাবিদ্যালয়, উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রাম সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শেষে লেখকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

এসময় লেখকের স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজাউল করিম, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।   

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর