২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০০

নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় নারীর প্রতি সহিংসতা বন্ধে মানববন্ধন

‘নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নারী হত্যা ধর্ষণ বন্ধ কর’ এই স্লোগান নিয়ে ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছে জেলা মহিলা পরিষদ। 

রবিবার বেলা ১২ টায় পৌরসভার মোড়ে মোক্তারপাড়া সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে মহিলা পরিষদের নেতৃতৃত্বে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, উদীচী, নারী প্রগতি, ব্যাক, স্বাবলম্বীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 
এসময় শিক্ষাঙ্গনসহ বিভিন্ন স্থানে সংগঠিত এ ধরনের ন্যাক্কারজন পৈশাচিক কাজের দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তি দাবি করেন তারা। এছাড়াও শিক্ষাঙ্গন থেকে নারী নিপিড়ন বন্ধে আদালতের আদেশ বাস্তবায়ন করার দাবী জানানো হয়। 
এসময় বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এনি, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, নারী প্রগতির ব্যাবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, স্বাবলম্বীর ব্যাবস্থাপক কোহিনুর বেগম, ব্রাকের সমন্বয়কারী প্রবাল সাহা, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, শিশু ছায়ার সম্পাদক তোফায়েল খান সায়নসহ শিক্ষক প্রতিনিধি।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর