কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে ধান ক্ষেত থেকে একজন অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাদশাহ মিয়া (৪৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের বাঞ্ছারাম ডাকুয়া পাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।
সোমবার সকালে দূর্গাপুর ইউনিয়নের যমুনা নওদাস গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাবাবাসী জানান, নিহত বাদশা মিয়া রবিবার সকালে অটো নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। এরপর তার পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে পাননি। পরে সোমবার সকালে ধানক্ষেতে এক জেলে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ