কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার রাতে র্যাব-১৫ এর একটি দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উখিয়া উপজেলার কুতুপালংস্থ বালুখালী টিভি রিলে কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাফেজ জালাল আহমদের অধীনে ১নং রেজিস্টার ক্যাম্পের ব্লক-বি এর বাসিন্দা মৃত মোহাম্মদ হোসনের ছেলে জালাল আহমদকে (২০) একটি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ৯০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ আটক মাদক কারবারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন