২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৪:০৫

ঝিনাইগাতি সাব রেজিস্ট্রার ও ভূমি অফিসের সামনে থইথই পানি

শেরপুর প্রতিনিধি

ঝিনাইগাতি সাব রেজিস্ট্রার ও ভূমি অফিসের সামনে থইথই পানি

গত দুই মাস পানিতে থইথই শেরপুর ঝিনাইগাতি সাব রেজিস্ট্রার ও নলকূড়া ভূমি অফিস। দুটি অফিসের অবস্থান উপজেলা পরিষদের সামনে।

ভুক্তভোগীরা জানিয়েছেন প্রতি বছর সামান্য বৃষ্টিতে ডুবে যায় অফিস দুটির আশপাশ। আসা যাওয়ার রাস্তায় থাকে কমর পানি। বছর বছর এই ভোগান্তি বাড়ছেই। তবে এবার অতিবৃষ্টির ফলে গত দুই মাস ধরে সরকারি এই অফিস দুটির পানি সরছেই না। 

অফিস সূত্র জানিয়েছে, যে কোন সময় পানি উঠতে পারে অফিস ভবনে। আর অফিস ভবনে পানি ঢুকলে নষ্ট হবে সরকারের গুরুত্বপূর্ণ দলিল ও কাগজপত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানিয়েছেন ভূমি অফিসটি দ্রুই স্থানান্তর করা হবে। আর সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন নতুন উপজেলা কমপ্লেক্স ভবন করা হবে। নতুন উপজেলা কমপ্লেক্স করার সময় সাব রেজিস্ট্রার অফিসের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এমন একটি পরিকল্পনা প্রশাসনের রয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর