২৯ সেপ্টেম্বর, ২০২০ ১৭:২৫

ভারতে স্বর্ণ পাচারের সময় নারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

ভারতে স্বর্ণ পাচারের সময় নারী গ্রেফতার

ফাইল ছবি

ভারতে পাচারের সময় বেনাপোলের পাঁচভুলোট সীমান্ত থেকে দেড় কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ পপি খাতুন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক নারী বেনাপোলের পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

 ২১ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা বেনাপোলের পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ পপি খাতুন নামে এক গৃহবধূকে গ্রেফতার করে। উদ্ধার স্বর্ণের মূল্য ১ কোটি টাকা হতে পারে। 

তিনি জানান, পপি খাতুন বিজিবির কাছে স্বীকার করেছেন, তিনি ও তার স্বামী দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছেন। বিনিময়ে তাদের বার প্রতি তিন হাজার টাকা করে পারিশ্রমিক দেয়া হতো। তবে বিজিবি স্বর্ণের মূল মালিককে আটকের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

পপি খাতুনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর