“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এ স্লোগানকে সামনে রেখে ও করোনাকালীন গ্রামীণ দুঃস্থ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে শুক্রবার দুপুরে নোয়াখালীতে ৩১০ কিলোমিটার ভাঙা সড়ক সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধি।
এ সময় নোয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইকরামুল হক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, সিনিয়র সহকারী প্রকোশলী ফখরুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আমিরুল ইসলাম ও স্থানীয় ইউপি মেম্বার আবু তাহের, মোহাম্মদ উল্যা কোম্পানি ও মোহাম্মদ হানিফ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জানান, করোনাকালে গ্রামীণ দুঃস্থ, অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একশ’ তিনজন দুঃস্থ নারী আগামী তিন বছর পর্যন্ত এ কর্মসংস্থানের সুযোগ পাবে। তাদের মধ্যে জন প্রতি প্রতিদিন ৩০০ টাকা ভাতা দেওয়া হবে। এর মধ্যে ১০০ টাকা তাদের সেভিংস এর জন্য রাখা হবে। মেয়াদ শেষে তারা এ টাকা পাবে। জেলার ৯ উপজেলায় আগামী তিন বছর এ কার্যক্রম চলবে। এতে গ্রামের মানুষ রাস্তা দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং অর্থনীতিতে লাভবান হবে।
বিডি প্রতিদিন/কালাম