নড়াইল সদরের মুলিয়া এলাকায় অত্যাচার, নির্যাতন ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে শুক্রবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, সাবেক চেয়ারম্যান বিপুল সিকদার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যাণ বিশ্বাস, দীপক বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর রাতে দক্ষিণ নড়াইলের নজরুল ইসলাম ও সাধন বিশ্বাসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত স্কুল শিক্ষক কল্যাণ বিশ্বাসকে তার বাড়িতে জিম্মি করে ১১ লাখ টাকার একটি চেক লিখে নেয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি এজাহার করা হয়েছে। এ ঘটনায় মুলিয়াবাসী চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন