বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে আব্দুস সোবাহান (৭০) নামের এক ব্যক্তি ৫ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। ধর্ষণের এ ঘটনা ফাঁস করায় ধর্ষকের স্বজনদের হাতে নির্যাতনের শিকার হয়েছে শাকিল (১৭) নামের এক কিশোর।
গত ২৮ সেপ্টেম্বর এক দিনমজুরের শিশু কন্যা (৮) ফকিরহাট বাজারে বিকালে সওদা নিতে এলে মুদি দোকানদার আব্দুস সোবাহান শিশুটি জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে শাকিল নামের ওই কিশোর এগিয়ে এলে সোবাহান তাকে ঘটনা কাউকে না বলার জন্য বলে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় শাকিল ফকিরহাট বাজারে লোকজনের নিকট ঘটনাটি প্রকাশ করলে ধর্ষক সোবাহান ও তার স্বজনরা শাকিলের উপর হামলা করে। গুরুত্বর আহত অবস্থায় শাকিলকে বৃহস্পতিবার রাতেই বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতেই থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। তাৎক্ষণিক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে পরীক্ষার জন্য আজ শুক্রবার বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ