ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত হয়েছেন। তিনি উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামের জহির মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের রামপুর নামক স্থানে সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শফিক মারা যায়।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আ.স.ম. আতিকুর রহমান জানান, নিহত শফিক মিয়া নবীনগর থেকে গ্রামের বাড়িতে ফেরার সময় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়। বাসটিকে আটক করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর