চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই অল্প সময়ের মধ্যে দেশকে উন্নত দেশ হিসেবে তৈরি করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বেঁচে থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। কিন্তু স্বাধীনতার বিপক্ষের শক্তি চায়নি দেশ এগিয়ে যাক তাই জাতির জনককে স্বপরিচারের নির্মমভাবে হত্যা করেছে।
মাদারীপুরের শিবচর মাদবরচর ইউনিয়নে শেখ কামাল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদারীপুর এলজিডি নির্বাহী প্রকৌশলী বাবুল আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, সাবেক পিডি প্রকৌশলী মুজিবর রহমান শিকদার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: লতিফ মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: মো: সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, মাদবরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি নূর-ই-আলম চৌধুরী এমপি আরও বলেন, তারেক জিয়া লন্ডন গিয়ে দেশ ও জনগণের কথা কখনও ভাবেনি। তার মায়ের এই দুরবস্থাতেও তারেক জিয়া মায়ের পাশে নেই। তাহলে দেশ ও জনগণের পাশে কি করে থাকবে সেটা আপনারাই বিবেচনা করুন। আওয়ামী লীগ দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতে থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ