জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা’ শ্লোগান নিয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী। এছাড়া সরকারি উৎপাদনশীল প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও শিল্পসহ সকল উৎপাদনশীল খাতে উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করা হয়।
উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদানের বিষয়ে সভায় আলোকপাত করা হয়। উদ্যোক্তাদের সরকারি প্রণোদনা অব্যাহত থাকবে বলেও সভায় জানান প্রধান অতিথি।
বিডি প্রতিদিন/এমআই