জয়পুরহাটের আক্কেলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে জুয়েল মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার কানুপুর হালির মোড় গ্রামে। এ ঘটনায় পুলিশ দুই নারীসহ তিনজনকে আটক করেছে।
ওসি আব্দুল লতিফ খান জানান, আজ শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় মাত্র একশতক জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে জুয়েল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরে ময়না তদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের প্রতিপক্ষ ওই গ্রামের আলিম হোসেন ও তার স্ত্রী শিরিন আক্তার এবং তাদের স্বজন মারুফা বেগমকে আটক করে। এ ঘটনায় আক্কেলপুর থানায় মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ