বরিশালে সুষ্ঠু সুন্দর পরিবেশে এমসিকিউ পদ্ধতিতে পুলিশের পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদর দপ্তর কেন্দ্রিয়ভাবে এই পরীক্ষা গ্রহণ করে। বরিশাল নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে শুক্রবার সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) থেকে উপ-পরিদর্শক (এসআই) এবং বিকেলে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক পদে পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশাল অঞ্চলে রেঞ্জ পুলিশে, মেট্রো পুলিশ, এপিবিএন, আরআরএফ এবং র্যাবে কর্মরত ১ হাজার ৩শ’ ৭১ জন সদস্য এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
বরিশালে পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ সহ সব জেলার পুলিশ সুপার, এপিবিএন কর্মকর্তা সহ অন্যান্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) আবু রায়হান মো. সালেহ জানান, বরিশাল বিভাগে কর্মরত সকল পুলিশ সদস্যদের মধ্যে থেকে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এএসআই থেকে এসআই পদে পদোন্নতির জন্য ২শ’ ১১জন এবং বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কনস্টেবল-নায়েক থেকে এএসআই পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহন করে ১ হাজার ১শ’ ৬০ জন সদস্য। অমৃত লাল দে কলেজ কেন্দ্রে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্য বিধি অনুসরন করে সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
পরীক্ষা গ্রহণ কমিটির সভাপতি রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, এমসিকিউ পদ্ধতিতে কেন্দ্রিয়ভাবে পদোন্নতি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এই ফল প্রকাশে উত্তীর্ণরা আগামী ১৫ অক্টোবরের পর শুরু হওয়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন