বগুড়ার সারিয়াকান্দির কাছে যমুনা ও বাঙালি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
অপরদিকে বাঙালি নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উভয় নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নতুন করে যমুনা ও বাঙালী নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আরও কয়েকদিন উভয় নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উভয় নদীর তীরবর্তী নিচু এলাকার আমন ধান শাকসবজি ও চরাঞ্চলের কৃষকের আউশ, মরিচ রোপা আমন, বীজতলা, শাকসবজি ও গাইঞ্জা ধানের আবাদ বন্যায় আক্রান্ত হয়েছে। বাঙালী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুনভাবে বন্যায় যেসব এলাকার ফসলের ক্ষতি হয়েছে সে এলাকাগুলো হলো, সারিয়াকান্দি পৌরসভার দক্ষিণ হিন্দুকান্দি, ছাগলধরা, ডোমকান্দি, নারচি নিজ বরুরবাড়ী, হাটশেরপুর ইউপির হাসনাপারা, শাহানবান্দা।
এছাড়াও চর এলাকার বোহাইল, কর্নিবাড়ী, কাজলা, চালুয়াবাড়ী, হাট শেরপুর ও সদর ইউনিয়নের নিচু এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে। যমুনা ও বাঙ্গালী উভয় নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে।
বিডি প্রতিদিন/আবু জাফর