বগুড়ার গাবতলীতে ১৭০টি বস্তায় ৮ হাজার ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামের দুইটি বাড়িতে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়।
গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা আকতারের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করে।
বগুড়ার গাবতলী থানা সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার ভূমি সালমা আকতার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টায় উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের চকবেড়া গ্রামে অভিযান চালিয়ে আসালতের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৫০ বস্তায় ২ হাজার ৫০০ কেজি এবং মিনহাজুলের ঘর থেকে ১২০ বস্তায় ৬ হাজার কেজি চাল উদ্ধার করেন।
উদ্ধারকৃত ১৭০ বস্তায় মোট ৮ হাজার ৫০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। তবে চালগুলো কোথা থেকে কেনা হয়েছে তা জানা যায়নি। চাল উদ্ধার অভিযানের সময় আসালত এবং মিনহাজুল পলাতক ছিল।
বগুড়ার গাবতলী থানার ওসি মো. নুরুজ্জামান জানান, এ ব্যাপারে আসালত এবং মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর