বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাটের বস্তা ব্যবহার না করায় ৩ চালকল মালিকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক উপজেলার ফুলবাড়ি এলাকার কয়েকটি চাল কলে অভিযান পরিচালনা করেন। এসময় খাদ্য পণ্যের মোড়কে পাটজাত বস্তা ব্যবহার বাধ্যতামূলক আইন লংঘন করায় ৩টি চালকল মালিককে জরিমানা করা হয়।
জরিমানা প্রদান করেন ফুলবাড়ি গ্রামের আব্দুস সামাদের পুত্র সাইফুল ইসলামের ৫ হাজার টাকা, একই গ্রামের আকবর আলীর পুত্র ফুল মিয়ার ২ হাজার টাকা ও মৃত রেজাউল করিম দুলালের পুত্র রাজু আহমেদ এর ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহায়তা করেন সারিয়াকান্দি থানা পুলিশ সদস্যরা, উপজেলা ভূমি অফিসের পেসকার তৌহিদ আহমেদ ও চেইনম্যান তৈয়ব আলী।
বিডি প্রতিদিন/আল আমীন