টাঙ্গাইলের কালিহাতীর পৌলী এলাকা থেকে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বিকালে উপজেলার পৌলী এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা। এলেঙ্গা হাইওয়ের সার্জেন্ট সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পালেরচর গ্রামের কফিল শেখের ছেলে জাহিদ শেখ।
এলেঙ্গা হাইওয়ের সার্জেন্ট সজিব হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে ওই এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের এবং পথচারীদের বিভিন্ন নেশাদ্রব্য সেবন করানোসহ ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। আজকেও সে একই কাজ করছিল । পরবর্তীতে স্থানীয় জনতা ভুয়া হিসেবে সন্দেহ করে আমাদের খবর দিলে আমরা এসে আটক করি। সে বিভিন্ন সময় বিভিন্ন থানার পুলিশ সদস্য বলে পরিচয় দিতো। আজকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে কালিহাতী থানায় সোপর্দ করেছি।
বিডি প্রতিদিন/আল আমীন