২০ অক্টোবর, ২০২০ ১১:২৫

চরভদ্রাসনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টা হতে রাত ৯টা পর্যন্ত  নির্বাহী ম্যাজিট্রেট দবির উদ্দীন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক তুহিন, অতুল জোয়ারদার প্রমুখ।

প্রজনন মৌসুমে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে এ কারেন্ট জাল জব্দ করে পদ্মা নদীর চরে ও গোপালপুর ঘাটে এনে ধ্বংস করা হয়। এ সময় সদরপুর উপজেলার সলেনামা গ্রামের অবৈধ মৎস্য শিকারি বিল্লাল মিয়া ও কালাম খালাশী নামক দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের সরকারি আইন অমান্য করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২০০ করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। তখন তাদের কাছ হতে ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে তা সদর উপজেলার বাদুল্য মাতুব্বরের ডাঙ্গী মাদ্রাসায় বিতরণ করা হয়। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর