২০ অক্টোবর, ২০২০ ১৬:০১

কুড়িগ্রামে হত্যার দায়ে একজনের ফাঁসি

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে হত্যার দায়ে একজনের ফাঁসি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক প্রতিবেশীকে হত্যার দায়ে মাহালম মিয়া (৪৮) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি মাহালম অনুপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০০৮সালের ২৫ জানুয়ারি রাত এগারোটার দিকে জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দু’পক্ষের সালিশ বৈঠক বসে। সেখানে আসামি মাহালম মিয়া (৪৮) নিজের সঙ্গে রাখা দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে (২৩) মাথায় ও বাহুতে কোপ দেন। এসময় দায়ের কোপে ঘটনাস্থলে আমিনুর মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে সালিশে বসা লোকজন মাহালম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। মাহালম বামনডাঙা গ্রামের মৃত বাসক শেখের ছেলে এবং নিহত আমিনুর ইসলাম একই গ্রামের মনছের আলীর ছেলে।

এ ব্যাপারে মাহালমের বিরুদ্ধে হত্যা মামলা হলে দীর্ঘ এক যুগ পর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে একমাত্র আসামি মাহালমের অনুপস্থিতে তাকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। এখনো আসামি মাহালম পলাতক রয়েছে বলে জানা গেছে। এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এসএম আব্রাহাম লিংকন পিপি এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এটিএম এরশাদুল হক চৌধুরী শাহীন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর