২২ অক্টোবর, ২০২০ ১৭:৩৫

গোপালগঞ্জে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু

প্রতীকী ছবি

গোপালগঞ্জে পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়।

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ৬ষ্ঠ তলায় পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।বেলা ১১টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কার্যক্রমের শুভ সূচনা করেন।

এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবিরসহ চিকিৎসক ও টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের প্রচেষ্টায় ‘সামিট গ্রুপ’ গোপালগঞ্জে এ পিসিআর ল্যাব স্থাপন করে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগে ঢাকা, খুলনা ও ফরিদপুরে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হতো। ২/৩ দিন পর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যেত। এটা জেলাবাসীর অনেক দিনের চাওয়া ছিল।

এ ল্যাবে প্রতি শিফটে ৯৪টি করে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন ৩/৪ শিফটে ২০০ থেকে ৩০০ নমুনা পরীক্ষা করা হবে। 

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা বলেন, এখানে ল্যাব স্থাপনের ফলে জেলাবাসী সুফল ভোগ করবেন। আজ থেকে জেলাবাসী প্রতিদিনই করোনা পরীক্ষার রেজাল্ট পাবেন। এ জেলাসহ আশপাশের জেলার মানুষও এখান থেকে ১০০ টাকা খরচ করে করোনা পরীক্ষা করতে পারবেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর