২৩ অক্টোবর, ২০২০ ১৪:১২

চরভদ্রাসনে ১২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ৪ জেলের কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

চরভদ্রাসনে ১২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, ৪ জেলের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জেলের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল হতে রাত ৯টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিট্রেট বায়েজেদুর রহমান পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন মৎস সম্প্রসারন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ক্ষেত্র সহকারী শামীম আরেফীন ও ব্যাটেলিয়ান আনসার।

কারাদণ্ডপ্রাপ্ত ওই চার জেলে হলেন- গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের প্রভাত সরকার (৫৮), আদিত্য সরকার (৩০), মো: আলমগীর(২৮) ও ফরিদপুর সদরের খাদল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো: আলাল। এছাড়া ঐ গ্রামের বাবু (১৫) নামের এক কিশোর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রজনন মৌসুমে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে গাজীরটেক ও হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জল সীমানায় অভিযান পরিচালনা করে ওই চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ হতে উক্ত জালসহ তিন কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল চর হাজিগঞ্জ বাজার ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ হাজিগঞ্জ মাদ্রাসায় বিতরণ করা হয়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর